নগরীর বায়েজিদের জালালাবাদ এলাকা থেকে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. তারেক। তিনি কক্সবাজারের টেকনাফ থানার ডেইলপাড়া এলাকার বাসিন্দা। গত শনিবার প্রাথ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. তারেক কক্সবাজারের টেকনাফ থানার একটি দস্যুতা মামলার প্রধান আসামি। নগরীর বায়েজিদের জালালাবাদ মীরপাড়া এলাকায় তার অবস্থান শনাক্তের পর সেখানে অভিযান পরিচালনা করে র্যাব–৭ ও র্যাব–১৫ এর যৌথ টিম। একপর্যায়ে যৌথ টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে নগরীর বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়।












