টেকনাফের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাশে আগুন

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৪:২৫ অপরাহ্ণ

টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়া কুতুপালং টিভি টাওয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশে অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার সময় উখিয়া উপজেলার ৭নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন চেকপোস্ট-৩২ এর নিকটবর্তী কাঁটাতারের বাইরে উখিয়া-টেকনাফ সড়কের পশ্চিম পাশের পাকা রাস্তা সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে নিশ্চিত করেছেন উখিয়াস্হ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক।

তিনি জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিমের কাজ চলমান রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ১৪-এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে, স্হানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, অগ্নিকান্ডে কুতুপালং গ্রামের ৯নং ওয়ার্ডের নুরুল কবির ভুট্টোর বেশ কয়েকটি ভাড়া ঘর ও দোকান পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানকে ৩০৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধউৎসবের ঢেউ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে