টুথব্রাশ দিয়ে চোখে আঘাত, আহত যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

টুথব্রাশের আঘাতে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ১৭ জুন বৃহস্পতিবার ভোররাতে মারা গেল আহত যুবক। তার নাম মোহাম্মদ হোসাইন (২৮)। তিনি সিকদার পাড়ার মোহাম্মদ আব্বাসের ছেলে। মহেশখালীর মাতারবাড়ি সিকদার পাড়ায় বাড়ির সীমানা বিরোধের ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল ঘাতককে আটক করেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান, গত ৭ জুন মাতারবাড়ির সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে সরওয়ারের সাথে তার প্রতিবেশী মোহাম্মদ আব্বাসের ছেলে মোহাম্মদ হোসাইনের সাথে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সরওয়ার দাঁত ব্রাশ দিয়ে মোহাম্মদ হোসাইনের চোখে গুরুতর জখম করে। আহত মোহাম্মদ হোসাইনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনার ১০ দিন পর বুধবার ১৬ জুন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হোসাইন মারা যান। ওসি আবদুল হাই আরো জানান, নিহতের পরিবার থেকে থানায় লিখিত কোন অভিযোগ করা হয়নি। তার মৃত্যুর খবর পেয়ে গতকাল সকালে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল সরওয়ারকে আটক করে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী নিবন্ধফিশারীঘাটে জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রি