টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিবি

ভারতীয় নারী দলের বাংলাদেশ সফর

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভারতীয় নারী ক্রিকেট দল আসছে বাংলাদেশ সফরে। আর এই সফরের মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৯ জুলাই ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের বাকি দুটি ম্যাচ আগামী ১১ এবং ১৩ জুলাই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। ভারতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে গতকাল বুধবার ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে। নাহিদা আকতারকে করা হয়েছে দলের সহ অধিনায়ক। ১৬ জনের মূল দলের বাইরে ৪ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এর আগে ২০ জনকে প্রাথমিক অনুশীলনের জন্য ডাকা হয়েছিল। সেখান থেকে ১৬ জনের দল চূড়ান্ত হয়েছে। বাকি ৪ জন স্ট্যান্ডবাই। টিটোয়েন্টি সিরিজ শেষে ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সেই তিন ম্যাচের সিরিজও শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টিটোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে রাজধানীতে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহঅধিনায়ক), দিলারা আকতার, সাথী রানী, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, ঋতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আকতার, সানজিদা আকতার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাতিমা খাতুন। স্ট্যান্ডবাই: ফারজানা হক পিংকী, লতা মন্ডল, শারমিন আকতার সুপ্তা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

পূর্ববর্তী নিবন্ধজামালদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধসিজেকেএস খো-খো লিগের সমাপনী আজ