টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নামিবিয়ার

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আাফ্রিকা অঞ্চলের বাছাই থেকে প্রথম দল হিসেবে ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো নামিবিয়া। বৃহস্পতিবার তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। এ নিয়ে টানা চতুর্থবার টিটোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নামিবিয়া। এর আগে তারা ২০২১ (সুপার ১২), ২০২২ ও ২০২৪ (গ্রুপ পর্ব) সংস্করণে অংশ নিয়েছিল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তানজানিয়ার অধিনায়ক কাসিম নাসোরো। ব্যাট করতে নেমে নামিবিয়া ৬ উইকেটে তোলে ১৭৪ রান। জবাবে তানজানিয়া নির্ধারিত ২০ ওভার খেলে ১১১ রানে থামে। নামিবিয়ার সঙ্গে টিটোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাও, যারা সরাসরি কোয়ালিফাই করেছে। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে মূল পর্বে যাবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যে আরেক সেমিফাইনালে বিজয়ী দল।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া সফরের জন্য ব্রাজিল দল ঘোষণা
পরবর্তী নিবন্ধসিরাজ ও বুমরাহর তোপে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ