আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে শারজাহ গিয়েছিল পাকিস্তান দল। আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজটি হেরে গেছে পাকিস্তান টানা দুই ম্যাচে হেরে।
প্রথম ম্যাচে একেবারে লজ্জার হার হারলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য লড়াই করেছে পাকিস্তান। মাত্র একবল বাকি থাকতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে রশিদ খানের দল। পাকিস্তানের ১৩০ তারা পেরিয়ে গেছে এক বল বাকি থাকতে।