টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মোস্তাফিজুর রহমান আছেন ৪১তম স্থানে। ব্রিজবেনে গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩ রানে জয়ের ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ করে এগিয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ রান করা লিটন আছেন ৩৬তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলা আফিফ ৪৩তম স্থানে আছেন। সাকিব আল হাসান বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে আছেন। অবশ্য অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় নেদারল্যান্ডসের
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে চট্টগ্রাম রাইফেল ক্লাব উশু খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাত