টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে অভিষেক টেস্ট অলরাউন্ডারের দ্বিতীয় স্থানে মিরাজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

আইসিসি র‌্যাংকিংয়ে টিটোয়েন্টি ভার্সনে শীর্ষে উঠেছিল ভারতের দুই ব্যাটার। তারা হলেন বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব। এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টিটোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন অভিষেক। এখন তার রেটিং পয়েন্ট ৮২৯। অন্যদিকে হেডের রেটিং পয়েন্ট ৮১৪। শীর্ষ দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। ৬ ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছেন তিনি। এদিকে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের খুব কাছে চলে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ব্যাটেবলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হন তিনি। একই টেস্টে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি করার কীর্তিও দেখান স্টোকস। দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন ইংলিশ অধিনায়ক। এখন তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তার ঠিক ওপরেই দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্টোকসের রেটিং পয়েন্ট ৩০১। দ্বিতীয় স্থানে থাকা মিরাজের রেটিং ৩০৫। ব্যাবধানটা একেবারেই কম। আর ৪২২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টিটোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে চূড়ায় উঠেছিলেন কোহলি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটিং গ্রেট। গত বছরের টিটোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ান ওপেনার হেডের কাছে শীর্ষস্থান হারান সুরিয়াকুমার। প্রায় দুই বছর সিংহাসনটি ধরে রেখেছিলেন তিনি। টিটোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচে ৬ উইকেট নেওয়া ন্যাথান এলিসের অগ্রগতি ৭ ধাপ। আফগান তারকা রাশিদ খানের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। টিটোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হওয়া ইংল্যান্ডভারতের চতুর্থ টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের র‌্যাংকিংয়ের হালনাগাদে। ১৫০ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ইংল্যান্ড তারকা জো রুট (৯০৪ রেটিং পয়েন্ট)। টেস্ট বোলারদের প্রথম ২১ স্থানেই আসেনি কোনো পরিবর্তন। আগের মতো সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।

পূর্ববর্তী নিবন্ধকোপা আমেরিকায় উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল
পরবর্তী নিবন্ধ২০২৬ বিশ্বকাপ ড্র ডিসেম্বরে