টি-টোয়েন্টি মেজাজে সাকিবের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৪২ পূর্বাহ্ণ

ফিটনেস পরীক্ষায় সবাইকে চমকে দিয়েছেন সাকিব আল হাসান। এবার নেটে অনুশীলন করতে নেমেও অবাক করলেন সবাইকে। বলতে গেলে অনুশীলনে বাংলাদেশ দলের বোলারদের উপর দিয়ে রীতিমত ঝড় বাইয়ে দিলেন বিশ্ব সেরা এই অল রাউন্ডার। নেট অনুশীলনে পেসারদের প্রতিটি বলেই বিধ্বংসী ব্যাটে খেললেন সাকিব আল হাসান। যাকে বলে একেবারে টি-টোয়েন্টি মেজাজে। কারন ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরমেটের। তাই অনুশীলনটাও ঠিক সেভাবেই করলেন সাকিব। ক্রিকেটের সবকটি শট খেলে বল পাঠাতে চেয়েছেন সীমানার বাইরে। যতক্ষণই অনুশীলন করেছেন এতা পুরোটা জুড়ে ছিল দারুণ ইতিবাচক মনোভাব।
তার পুরো ব্যাটিং সেশন দেখে একবারের জন্যও মনে হয়নি এক বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। কোন জড়তা নেই। নেই আত্মবিশ্বাসের ঘাটতি। প্রায় দুই ঘণ্টার এই অনুশীলনের এক সেশনে টানা ৯ ওভারে মোট ৫৪ বলের ৫৩টিই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটে সংযোগ করেছেন। কেবল শেষ ওভারের শেষ বলটি অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকায় কানেক্ট করতে পারেননি। তবুও শটস খেলতে ব্যাট চালিয়েছিলেন। ব্যাটিংয়ের ধরণ দেখে মনে হয়েছে ঠিক যেন বিশ্বকাপের সেই সাকিব আল হাসান। ব্যাটিং শেষে বোলিং অনুশীলনও সেরেছেন এই অলরাউন্ডার। মাত্র এক স্টেপে একটি স্ট্যাম্পে বল ছুঁড়েছেন। বোঝাই যাচ্ছিল ব্যাটিংটা খুনে মেজাজে শুরু করলেও বোলিংয়ের ক্ষেত্রে তিনি ধীরে চলো নীতি অনুসরণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে হাসনাবাদ ফুটবল লিগ শুরু
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত কোচ জেমি ডে