প্রথম দুই ম্যাচে জিতেও ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারেনি বাংলাদেশ। শেষ ওয়ানডেতে টাইগারদের এক রকম উড়িয়ে দিয়েছে আফগানরা। ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজের পালা। যদিও টি-টোয়েন্টিতে আফগানরা কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশের চাইতে। যদিও র্যাংকিংয়ে আফগানিস্তান ৮ এ এবং বাংলাদেশ ৯ এ। অবশ্য র্যাটিং পয়েন্টের ব্যবধান কেবল এক। আফগানিস্তানের পয়েন্ট ২৩২ আর বাংলাদেশের ২৩১। তবে দু’দলের মুখোমুখিতে এগিয়ে আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে দু’ দলের ৭ মোকাবেলায় বাংলাদেশের জয় ২টি আর আফগানিস্তানের জয় ৪টি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আফগানিস্তান দলটি বেশ অভিজ্ঞ। দলে রয়েছে রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট স্পিনার। হজরতুল্লাহ জাজাই, রহমতুল্লাহ গুরবাজ কিংবা নাজিবুল্লাহ জাদরানের মতো মারকুটে ব্যাটার রয়েছে দলটিতে।
তবে বাংলাদেশ সে সব নিয়ে ভাবতে নারাজ। পরিসংখ্যান কিংবা অভিজ্ঞতা সে সব নিয়ে ভাবতে চায় না টাইগাররা। তাদের লক্ষ্য মাঠের লড়াই। বাংলাদেশ দলে অবশ্য নেই দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী ছয় মাস তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকার ঘোষণা দিয়েছেন। তারপরও বাংলাদেশ দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তরুণ আর অভিজ্ঞ মিলিয়ে বেশ ব্যালেন্স একটি দল নিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বিকেল তিন টায় শুরু হবে ম্যাচটি। আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি।
তামিম ইকবাল না থাকায় বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল। আশা করা হচ্ছে এবারের সিরিজে সেটা খানিকটা হলেও কেটে যাবে। কারণ স্পেশালিস্ট ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে মুনিম শাহরিয়ারকে। লিটন দাশের সাথে হয়তো ইনিংসের গোড়াপত্তন করবেন তিনি। কারণ বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেয়েছেন মুনিম শাহরিয়ার। ওয়ানডে সিরিজে অভিষেক হলেও মোটেও সুবিধা করতে পারেননি ইয়াসির আলি রাব্বি। এই তরুণ ব্যাটার রয়েছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। দলের বাকি সদস্যদের সবাই আছেন। নাসুম, মেহেদী হাসানরা যেমন আছেন তেমনি পেস আক্রমণে মোস্তাফিজ, তাসকিনরা রয়েছেন। অধিনায়ক মাহমুদউল্লাহর সাথে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেনরা দলের ব্যাটিংয়ে সেরা ভরসা। ওয়ানডে সিরিজে নবী, রশিদ, মুজিবদের খুব বেশি সুবিধা করতে দেয়নি বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এরা ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা ভালোই জানা বাংলাদেশের। তাই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলার কৌশল নিতে পারে টাইগার শিবির। আর সে লক্ষ্য নিয়েই আজ আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।