টি-টোয়েন্টি বোলিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। টিটোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন তিনি। বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে টিটোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। টিটোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম। র‌্যাঙ্কিংয়ে একশ জনের মধ্যে এই প্রথমবার ঢুকলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার। ওই ম্যাচে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি আছেন ৪১ নম্বরে। ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটনের উন্নতি ২ ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম। এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান। শ্রীলংকাকে ১৬৮ রানে আটকে রাখার পথে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। যে পারফরম্যান্স তাকে ফেরাল টিটোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে । ওই ম্যাচে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী হাসানের উন্নতি ৩ ধাপ। আছেন ১৭তম স্থানে। না খেলেই দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)

পূর্ববর্তী নিবন্ধজিয়া আন্তঃবিভাগ ভলিবলে চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার বাদশা
পরবর্তী নিবন্ধব্যাংককের কেন্দ্রস্থলে হঠাৎ রাস্তা ভেঙে পড়ে তৈরি হলো বিশাল গর্ত