টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে ।। বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড, পিএনজি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

ভারত এবং পাকিস্তান এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তাই আইসিসির ইভেন্টগুলোর দিকেই তীর্থের কাকের মত তাকিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। কখন দেখা হবে এ দুজনের। সেখানেও গ্রুপপর্বে দেখা না হলে বিপদ। পরে আর দেখা না-ও হতে পারে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুশ্চিন্তা করতে হচ্ছে না ভারত-পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের। গ্রুপপর্বেই দেখা হয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে তা গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আইসিসি। সুপার ১২ পর্বে ওঠার আগে আটটি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের “এ” গ্রুপে রয়েছে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। বাংলাদেশ পড়েছে “বি” গ্রুপে। যেখান তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। প্রথম পর্বে এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে। গ্রুপের শীর্ষে থাকা দুই দল সুযোগ পাবে সুপার ১২ খেলার। সুপার ১২ পর্বে ইতিমধ্যেই রয়েছে আটটি দল। যাদের মধ্যে প্রথম গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। প্রথম পর্ব থেকে চারটি দল উঠে আসবে সুপার ১২ পর্বে। ‘এ’ গ্রুপের প্রথম দল এবং ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২-র প্রথম গ্রুপে। অন্যদিকে ‘বি’ গ্রুপের প্রথম স্থান অধিকারী দল এবং ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২ পর্বের দ্বিতীয় গ্রুপে। তবে টুর্নামেন্টের সব আকর্ষন সুপার ১২ পর্বের কারন এই পর্বে যে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটির আয়োজক ছিল ভারত। কিন্তু করোনার কারণে তারা ঘরের মাঠে আয়োজন করতে পারছে না টুর্নামেন্টটি। তাই অক্টোবর মাস থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে এখন সাকিব
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সবচাইতে বেশি শূন্য তামিমের