টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরবৈরী দেশ ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা ২টায় মেলবোর্নে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন মাসেরও কম সময়ের ব্যবধানে ভারত-পাকিস্তানের মধ্যে এটা হতে যাচ্ছে তৃতীয় ম্যাচ।

গত এশিয়া কাপে দুবার একে অপরের বিপক্ষে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুই ম্যাচের একটি জিতেছে ভারত, অপরটি পাকিস্তান। এদিকে সকাল ১০টায় অপর ম্যাচে অংশ নেবে শ্রীলংকা এবং আয়ারল্যান্ড। এই ম্যাচটি হোবার্টে অনুষ্ঠিত হবে। জিটিভি এ ম্যাচ দুটো সম্প্রচার করবে।

পূর্ববর্তী নিবন্ধফালকাওয়ের ফেভারিট ব্রাজিল,আর্জেন্টিনা-ফ্রান্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল সম্পন্ন