বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের দল। এটিকে অবশ্য তারা ‘প্রাথমিক’ দল বলছে। কারণ, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। তবে বাস্তবতা হলো, চোট সমস্যা ছাড়া দলে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম। বিগ ব্যাশে কেউ অসাধারণ কিছু করলেই কেবল হয়তো সুযোগ মিলতে পারে। চোটাক্রান্তদের নিয়ে অবশ্য উৎকণ্ঠা নিয়েই অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ড আগেই বলেছিলেন, চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকা প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও টিম ডেভিডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে। এরপর ৩১ জানুয়ারির কাছাকাছি গিয়ে চূড়ান্ত হবে এই তিনজনের ভাগ্য। বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেটির দল ঘোষণা করা হবে পরে। অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাঙওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।











