বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০। টুর্নামেন্টে পাঁচ দলের স্পন্সর চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) চেয়েছে বিসিবি। বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করে জানিয়েছেন বেশ ভালো সাড়াই পাওয়া যাবে। প্লেয়ার ড্রাফট ও অন্যান্য বিষয় নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’