টি-টোয়েন্টি ক্রিকেটের বর্ণিল আসর আইপিএল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে রমরমা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪ তম আসর মাঠে গড়াচ্ছে আজ। বিশ্বের তাবৎ ক্রিকেটারের স্বপ্নের টুর্নামেন্ট এই আইপিএল। আইপিএল মানে টাকার ঝনঝনানি। আইপিএল মানে ক্রিকেট বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ। যদিও করোনা নামক মহামারির কারনে গত দুই আসরে জৌলুস কমে গেছে অনেকটা। তারপরও আইপিএল মানে ক্রিকেটের সেরা বিনোদন। গত আসরটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারেনি। হয়েছে মরুর দেশ আরব আমিরাতে। তবে আবার আইপিএল ফিরেছে তার জন্ম স্থানে। আজ থেকে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আজ প্রথম দিনই মাঠে নামছে গত দুই আসরের চ্যাম্পিয়ন শুধু নয় আইপিএলের সবচাইতে বেশি ৫ বার শিরোপা জেতা মুম্বাই ইন্ডিয়ান্স এবং গত ১৩ আসরে একবারও শিরোপা জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথম দিনেই হাই ভোল্টেজ লড়াই। যেখানে রোহিত শর্মার মুম্বাইয়ের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল এরই মধ্যে পার করে এসেছে ১৩টি আসর। এবারের আসরেও অংশ নিচ্ছে ৮টি দল। তবে এবারে টুর্নামেন্টে নতুন নামে অংশ নিচ্ছে পাঞ্জাব। গত ১৩ আসরে কিংস ইলেভেন পাঞ্জাব নামে অংশ নেওয়া দলটি এবারে খেলছে পাঞ্জাব কিংস নামে। এছাড়া গত আসরেই নিজেদের নাম বদলে দিল্লী ডেয়ারডেভিলস হয়ে গিয়েছিল দিল্লী ক্যাপিটাল। তবে বাকি দল গুলো রয়েছে আগের মতই। কখনো কখনো বিখ্যাতকে অখ্যাত বানানো আবার অখ্যাতকে বিখ্যাত বানানোর মঞ্চ এই আইপিএল। এই আইপিএলে খেলে অনেকেই পৌছে গেছেন সাফল্যের চূড়ায়। আবার অনেকেই পতিত হয়েছে তলানিতে।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ২৪.৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরাউজানে হযরত লাল মিঞা শাহ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন