টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন বাংলাদেশের হারের খতিয়ান। গ্রুপ পর্ব কিংবা প্রাথমিক পর্ব পেরিয়ে জয় নেই একটিও। এই সংস্করণে কখনোই বাংলাদেশের পারফরম্যান্স উজ্জ্বল ছিল না, তবে সবচেয়ে খারাপটা যেন তোলা থাকে বিশ্বকাপের জন্যই। পরিসংখ্যানের পাতায় পাতায় তারই ছাপ।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে জয় কেবল সাতটি, হার ২৫টি, একটি ম্যাচ পরিত্যক্ত। সব আসর মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেট দুটোই সাকিব আল হাসানের। বাঁহাতি এই অলরাউন্ডার টুর্নামেন্টের ইতিহাসেরই সর্বোচ্চ উইকেট শিকারি।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে সেঞ্চুরি কেবল একটি, তামিম ইকবালের। ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও একজনের মোস্তাফিজুর রহমানের।