আন্তর্জাতিক টি–টোয়েন্টি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, রাশিদ খানের একটি পরিচয় বলা যায় টি–টোয়েন্টি ক্রিকেটের রাজা। তিনি এবার আনুষ্ঠাকিভাবে মুকুটও পেয়ে গেলেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার এখন আফগানিস্তানের এই লেগ স্পিন তারকা। একসময় যে রেকর্ডটি তার হবে সেটি একরকম নিশ্চিতই ছিল। সেই দিনটি চলেই এলো। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তাদের বিপক্ষেই তিন উইকেট নিয়ে নিজেকে সবার ওপরে তুলে নেন ২৬ বছর বয়সী তারকা। ৯৮ ইনিংসে রাশিদের উইকেট এখন ১৬৫টি। টিম সাউদির রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি ২৫ ইনিংসে কম বল করেই। অবসরে যাওয়া কিউই পেস তারকা সাউদির ১৬৪ উইকেট এসেছে ১২৩ ইনিংসে বল করে। তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডেরই আরেকজন। ১২১ ইনিংসে বল করে ১৫০ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। একসময় এই রেকর্ডে সবার ওপরে ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের বিশ্বকাপের পর আর তাকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে এই সংস্করণে। পরে সেপ্টেম্বরে তো তিনি বিদায়ই বলে দিলেন এই সংস্করণকে। দলের প্রয়োজনে পরে কখনও ফিরতে পারেন বলে একটি ফাঁক তিনি রেখে দিয়েছিলেন। তবে বর্তমান বাস্তবতায় সেই সম্ভাবনা সামান্যই। ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে শেষ তাই তার ক্যারিয়ার। সাকিবকে হয়তো দ্রুতই ছাড়িয়ে যাবেন মুস্তাফিজুর রহমান। ১১২ ইনিংসে ১৪২ উইকেট নিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার আছেন রেকর্ডের তালিকায় পাঁচে। এছাড়া আদিল রাশিদের উইকেট ১২২ ইনিংসে ১৩৫টি। স্রেফ ৭৭ ইনিংস বোলিং করেই ১৩১টি শিকার ধরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রাশিদের যা বয়স ও ফর্ম, রেকর্ডটিকে একসময় হয়তো সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন । তার রেকর্ডের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান।