টি-টোয়েন্টির উইকেট শিকারে সাকিবের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

সাকিব আল হাসানের মায়াবী ঘূর্ণি তোপের মুখে দিশেহারা হয়ে পড়লো আইরিশ ব্যাটিং লাইনআপ। ৬ ওভারে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশের ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রাণ যায় যায় অবস্থা তাদের। গতকাল আয়ারল্যান্ডকে এতটা বিপর্যয়ের মুখে ঠেলে দেয়ার মূল কারিগর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ৩ ওভার বল করে ১৪ রান দিয়েই তুলে নেন ৫ উইকেট। শুধু তাই নয়, এ সঙ্গে টিটোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারেরও বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য পরের ওভারে ৮ রান দিলেন তিনি।

যে কারণে, ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ডটা আর হলো না তার। সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়ার পথে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে। ১৩৪ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন কিউইদের টেস্ট অধিনায়ক। আয়ারল্যান্ডের চতুর্থ উইকেট শিকার করেই সাউদিকে পেছনে ফেলে দেন সাকিব। ৫ম শিকারের পর তার নামের পাশে শোভা পাচ্ছে ১৩৬ উইকেট। ১৩১ উইকেট নিজের নামের পাশে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১১৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং করেই বিশ্বরেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার তার ক্যারিয়ার সেরা। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে নিলেন ৫ উইকেট। এক প্রশ্নে সাকিব বলেন, ‘বাংলাদেশী হিসেবে শীর্ষে উঠতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, টিটোয়েন্টিতে গত চার ম্যাচ ধরে আমরা যা করে আসছি, তা আবার করা। আমরা ঠিক সেটিই করেছি।’ এদিকে ১২৯ উইকেট হয়ে গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানের। এই তিনজন ছাড়া একশর বেশি উইকেট আছে ইশ সোধি (১১৪), লাসিথ মালিঙ্গা (১০৭), শাদাব (১০১) ও মোস্তাফিজুর রহমানের (১০০)

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে রাইজিং-সিটি কর্পোরেশন পয়েন্ট ভাগাভাগি
পরবর্তী নিবন্ধসরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ