টি-টোয়েন্টিতে হাজার রান লিটনের

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাসের রান ছিল ৯৮০। আর ইনিংসের ৫ম ওভারেই ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে হাজার রানের মাইলফলক। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এক হাজার রানের মাইলফলকে লিটন দাস।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের রান ২০৪৩। এরপর একে একে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার।
এই পাঁচ টাইগার ব্যাটারের পর ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন। হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লিটন দাস খেলেছেন ৫১টি ইনিংস। নামের পাশে আছে ৫টি অর্ধশতক।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট ১৭ আগস্ট শুরু
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ গেমস টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ