টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন এই ফরম্যাটে অধিনায়ক লিটন দাস। গত বৃগষ্পতিবার রাতে আবুধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন লিটন। হংকংয়ের বিপক্ষে খেলতে নামার আগে টি–টোয়েন্টিতে লিটনের ছক্কা ছিল ৭৭টি। ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহও ছক্কা মেরেছেন ৭৭টি। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। এই ইনিংসে ১টি ছক্কা মেরে মাহমুদুল্লাহকে টপকে শীর্ষে ওঠেন লিটন। ক্যারিয়ারে এ পর্যন্ত ১১১ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন। ১৪১ ম্যাচে ৭৭ ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ। ৮৭ ম্যাচে ৫৫টি ছক্কা হাকিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সৌম্য সরকার। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে– সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব ১২৯ ম্যাচে ৫৩টি এবং তামিম ৭৮ ম্যাচে ৪৫টি ছক্কার মালিক। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক ভারতের রোহিত শর্মা। ১৫৯ ম্যাচে ২০৫টি ছক্কা মেরেছেন তিনি।











