বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল গড়লেন অনন্য এক কীর্তি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার ছক্কার মাইলফলক ছুঁলেন এই ক্যারিবিয়ান। আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছক্কার সংখ্যা চার অঙ্কে নিয়ে যান গেইল। আবু ধাবিতে শুক্রবারের ম্যাচে নামার আগে ছক্কার হাজার থেকে ৭ ছক্কা দূরে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা এই ব্যাটসম্যান। রাজস্থানের বোলারদের ওপর চড়াও হওয়া গেইলের ব্যাট থেকে আসে ৮ ছক্কা। ইনিংস শেষে এই সংস্করণে তার ছক্কা ১০০১টি। টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় গেইলের ধারেকাছেও নেই কেউ। অনেকটা পিছিয়ে দ্বিতীয়তে আছেন তারই স্বদেশী কাইরন পোলার্ড। তার ছক্কা ৬৯০টি।