টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রয়োজনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের হয়ে সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেটে উইলিয়ামসন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ৯৩ ম্যাচে তার সংগ্রহ ২৫৭৫ রান। ৩৩.৪ গড়ে এর মধ্যে রয়েছেন ১৮টি হাফ সেঞ্চুরি। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত ঐ ম্যাচে উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছিল ৮৫ রান। ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও তার নেতৃত্বে কিউইরা মাঠে নেমেছিল। নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে নৈমিত্তিক চুক্তি স্বাক্ষর করার সময় উইলিয়ামসন সাদা বলের উভয় ফর্মেটেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। যাতে করে তিনি যখন খেলার ইচ্ছা পোষণ করবেন শুধুমাত্র তখনই যেন জাতীয় দল থেকে তাকে ডাকা হয়। গত সপ্তাহে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন নিশ্চিত করেছিলেন পরিবারকে আরো বেশী সময় দেয়া ও পেশাদার লিগে আরো বেশী মনোযোগী হবার কারনে তিনি আন্তর্জাতিক ম্যাচ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
অবসর প্রসঙ্গে উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, ‘এটা আমার ও দলের জন্য সঠিক একটি সময়। এর মাধ্যমে দল আরো স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবার সুযোগ পাবে। বিশেষ করে আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রয়োজন রয়েছে। নিউজিল্যান্ড দলের বেশ কিছু টি–টোয়েন্টি প্রতিভা রয়েছে। বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার জন্য এই সময়টা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুধবার থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন। ওয়ানডে সিরিজ থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলার ইচ্ছা পোষন করেছেন।












