টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস ফিরে পেতে চান নিগাররা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতেই আত্মবিশ্বাস তলানীতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের। টিটোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে তারা কাজ করছেন। ওয়ানডে সিরিজ শেষে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। মিরপুরে রোববার দুপুর ১২টায় শুরু হবে কুড়ি ওভারের এই লড়াই। কুড়ি ওভারে সিরিজ শুরুর আগে জ্যোতি বলেন, ‘যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইবো। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারজিত থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারিচেষ্টা করেছি কিন্তু অল্পের জন্য হয়নি।’ এখন ওয়ানডে সিরিজে হারানো আত্মবিশ্বাস টিটোয়েন্টি দিয়ে ফেরানোর লক্ষ্য বাংলাদেশের। জ্যোতি জানালেন সেটাই, ‘দশা কী হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা ফিরিয়ে আনা আমাদেরই দায়িত্ব। বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কীভাবে ফেরানো যায়।’

পূর্ববর্তী নিবন্ধঅভিষিক্ত হাসানের প্রশংসায় করুনারত্নে
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে বার্ডস স্পোর্টিং ক্লাবের প্রথম জয়