ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল শেষ হওয়া তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে উইকেট শিকারী তালিকায় শীর্ষ পাঁচ বোলারই বাংলাদেশের। ৩ ইনিংসে ১১ ওভারে ৪৬ রানে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন অফ–স্পিনার মাহেদি হাসান। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করায় সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বল হাতে তার ইকোনমি ছিলো ৪ দশমিক ১৮। প্রথম ম্যাচে ১৩ রানে ৪ উইকেট ও অপরাজিত ২৬ রান করায় ম্যাচ সেরা হয়েছিলেন মাহেদি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এরপর ৬ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন স্পিনার রিশাদ হোসেন। ৪টি করে উইকেট শিকার করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টি–টোয়েন্টির এক নম্বর বোলার স্পিনার আকিল হোসেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি–ম্যাচ টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার জাকের আলি। সিরিজের তিন ইনিংসে ১টি হাফ–সেঞ্চুরিতে সর্বমোট ১২০ রান করেছেন জাকের। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৭ ও ২১ রান করেন তিনি। শেষ ম্যাচে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত এই ডানহাতি ব্যাটার। তার বিধ্বংসী ইনিংসের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মত সংক্ষিপ্ত ভার্সনে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ১১৩ রান করেছিলেন জাকের। সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটারের তালিকায় জাকেরের সাথে আছেন আরও দুই বাংলাদেশি শামীম হোসেন ও মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ৬৪ রান করে শামীম তৃতীয় ও ২ ইনিংসে ৫৫ রান করে তালিকার পঞ্চমস্থানে আছেন মিরাজ। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩ ইনিংসে ১টি অর্ধশতকে ৬৮ রান করেছেন তিনি। সিরিজে একটি করে হাফ–সেঞ্চুরি করেছেন জাকের ও পাওয়েল। চতুর্থ সর্বোচ্চ ৫৭ রান করেছেন ক্যারিবীয় ওপেনার জনসন চালর্স।