নতুন এক মাইলফলকে পা রাখলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত সোমবার জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের ৩০০তম টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। ৩০০ ম্যাচে ২৬১ ইনিংসে হার্দিকের রান ৫ হাজার ৫৩৮। ২৯.৬১ গড়ে এবং ১৪২.৩২ গড়ে এই রান করেছেন তিনি, যার মধ্যে ২১টি হাফসেঞ্চুরি রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ৯১। এছাড়া বল হাতে ২৭.৯৭ গড়ে ২০৩ উইকেট শিকার করেছেন হার্দিক। সেরা পরিসংখ্যান ৫/৩৬। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ১১৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন।