টি–টোয়েন্টি ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে শূন্য রানে আউট হওয়ার দিক থেকে এখন তিনি বাংলাদেশের শীর্ষ ব্যাটার। গত শুক্রবার রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হন সাকিব। ব্যাট হাতে নামেন আট নম্বরে। কিন্তু ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি মাত্র ২ বল খেলে শূন্য রানে ফিরতে হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। এটা ছিল টি–টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ৩২তম ‘ডাক’। এতেই তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে, যিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। ফলে এখন সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ‘ডাক’–এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব। টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাট করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সৌম্য সরকারের সংখ্যা ২৩২ ইনিংসে ৩১ বার।