নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান টিটোয়েন্টি দলের সহ–অধিনায়ক করা হয়েছে এই কিপার–ব্যাটসম্যানকে। টি–টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ডেপুটি হিসেবে গতকাল সোমবার রিজওয়ানের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব। এই সিরিজ দিয়ে নেতৃত্বের পথচলা শুরু হবে আফ্রিদিরও। ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবর আজম তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর টেস্টের অধিনায়ক করা হয় শান মাসুদকে, টি–টোয়ন্টির দায়িত্ব দেওয়া হয় আফ্রিদিকে। যদিও এই ফাস্ট বোলারকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তটি পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির। যিনি সম্পর্কে শাহিন আফ্রিদির শ্বশুর। সমপ্রতি শাহিদ আফ্রিদি বলেন, শাহিন আফ্রিদিকে পাকিস্তানের নেতৃত্বে আনার সিদ্ধান্ত ভুল ছিল। তার মতে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত ছিল রিজওয়ানকে। সেই রিজওয়ানকে এবার করা হলো দলের সহ–অধিনায়ক। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। কৃতজ্ঞতা জানালেন তিনি বোর্ডের প্রতি।