টি-টেন লিগে বাংলা টাইগার্সে সোহান-মৃত্যুঞ্জয় চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসানের সাথে বাংলা টাইগার্সে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আর সে সাথে তরুন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও দলে নিয়েছে বাংলা টাইগার্স। দেশের জার্সিতে ৩৬ টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান এবারই প্রথম আবুধাবি টি-টেন লিগে খেলবেন বাংলা টাইগার্স জার্সিতে। অবশ্য মৃত্যুঞ্জয় চৌধুরী দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি। তবে বাংলা টাইগার্স তাকে দলে নিয়েছে ইমার্জিং ক্যাটাগরী থেকে। বাংলাদেশ টাইগার্স ওনার ইয়াছিন চৌধুরী বলেন দেশের এই দুই ক্রিকেটার আশা করি টুর্নামেন্টে ভাল ভূমিকা রাখবে। তরুন পেসার হিসেবে মৃত্যুঞ্জয়কে নিয়ে বেশ আশাবাদি তিনি। এ দুজনের সাথে টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। তবে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে দল পাননি অভিজ্ঞ তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স অপশনাল ক্যাটাগরি থেকে দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। আর টিম আবুধাবি অপশনাল ক্যাটাগরি থেকে মোস্তাফিজকে দলে নিয়েছে। এবারই প্রথম টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, আল-আমিন হোসেন সহ আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় ছিলেন টি-টেন লিগের ড্রাফটে অবিক্রিত। আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগ লিগে চ্যাম্পিয়ন সাউথ এন্ড ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসিসিএল মেম্বার্স দাবা লিগ শুরু