টি-টেন লিগে বাংলা টাইগার্সে খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

আবুধাবী টি-টেন লিগে আগের আসর গুলোতে খেললেও দেশের কোন সেরা ক্রিকেটারকে আইকন হিসেবে না পাওয়ার দুঃখ ছিল বাংলা টাইগার্স ওনার ইয়াছিন চৌধুরীর। তবে এবারে তার সে দুঃখ মুছতে যাচ্ছে। কারণ এবারের আসরে তার দলের আইকন হিসেবে থাকছেন বাংলাদেশেরতো বটেই বিশ্ব ক্রিকেটের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বাংলা টাইগার্স ওনার ইয়াছিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দুই পক্ষের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে। শিগগিরই দুই পক্ষের চুক্তির বিষয়টি নিশ্চিত হবে। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর শুরু হবে নভেম্বরে। শেষ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে হয়তো টি-টেন লিগে পুরো মৌসুম নাও খেলতে দেখা যেতে পারে। বাংলা টাইগার্স চট্টগ্রামের বিশিষ্ট ক্রিকেট সংগঠক ইয়াছিন চৌধুরীর মালিকানাধীন দল। তবে গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না। এবার সাকিব ছাড়াও কোচিং প্যানেলে থাকছেন বাংলাদেশের আরও দুজন। দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরী। আফতাব এর আগেও বাংলা টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা রিচার্ড স্টনিয়ারকে বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্বে দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে দলে আছেন মুশফিক-রিয়াদ
পরবর্তী নিবন্ধবিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ এবং মুশফিককে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সোহান