টি-টেন লিগে আজ মাঠে নামছে বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

আবুধাবী ক্রিকেট বোর্ড আয়োজিত টি-টেন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। আবুধাবী শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ নিউইয়র্ক স্ট্রাইকার্স। এই দলটি প্রথমবারের মত অংশ নিচ্ছে টি-টেন লিগে।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে নামা বাংলা টাইগার্স জয় দিয়েই শুরু করতে চায় এবারের টি-টেন লিগের আসর। দলে রয়েছে বেশ ভাল অনেক ক্রিকেটার। সাকিব ছাড়াও বাংলাদেশের নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী খেলছে বাংলা টাইগার্সের হয়ে।

আগের আসর গুলোতেও বাংলা টাইগার্স বরাবরই শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু কাঙ্খিত শিরোপা জেতা হয়নি। তাই এবারে বেশ আটঘাট বেধেই যেন নেমেছে বাংলা টাইগার্স।

দলটির ওনার এয়াছিন চৌধুরী আশা করছেন প্রথম ম্যাচে তার দল জয় দিয়ে শুরু করতে পারবে। যদিও প্রতিপক্ষও বেশ শক্ত প্রতিপক্ষ। তারপরও তার দলের ক্রিকেটারদের উপর দারুন আস্থা টিম ওনারের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতাল এখন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন