চট্টগ্রামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে টিসিবির গুদাম ও কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলায় টিসিবি ভবনে ‘রঙ দ্যা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড’ নামে একটি কারখানায় আগুন লাগে।
নগরীর ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আবসার বলেন, নিজস্ব ভবনে দুটি ফ্লোর জুতার কারখানাকে ভাড়া দিয়েছিল টিসিবি। সেখানে একটি কারখানায় আগুন লেগেছে। টিসিবির গুদাম এবং কার্যালয় ভেতরে আরও দূরে। সেগুলো নিরাপদ আছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ইপিজেড স্টেশনের কর্মকর্তা রায়হানুল আশরাফ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে টিসিবি ভবনে আগুন লাগার তথ্য পায় নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, জুতার কারখানায় সুইং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সুইং মেশিনের রাবারে আগুন লাগায় ধোঁয়া বেশি হয়েছে। ধোঁয়ার কুন্ডলী দেখে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। আমরা আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।