লাইনে দাঁড়ানো প্রায় দেড় হাজার অভাবী মানুষকে ভর্তুকি দিয়ে বোঝা কিছুটা হালকা করে দিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি মোট ৪৭০ টাকার পণ্যের মধ্যে ৭০ টাকা নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন। লাইনে দাঁড়ানো এক একজন মানুষ ৪০০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার তেল নিয়ে ঘরে ফিরেছেন। নগরীর চকবাজারের কাতালগঞ্জ এবং আন্দরকিল্লা ওয়ার্ডের লালদীঘির পাড়ে টিসিবির পণ্য কেনার দীর্ঘ লাইনে থাকা মানুষগুলোকে গতকাল এই সহায়তা প্রদান করা হয়েছে।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে নগরীর বিভিন্ন পয়েন্টে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার তেল কিনতে পারেন যে কোন মানুষ। নগরীর বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ এই পণ্য কিনেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৬নং চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জে ও ৩২নং আন্দরকিলা ওয়ার্ডের লালদীঘির পাড় এলাকায় টিসিবির লাইনে দাঁড়ানো ১৪শ’ মানুষকে নিজস্ব তহবিল থেকে ৭০ টাকা করে ভর্তুকি প্রদান করেন। এতে করে ৪৭০ টাকার স্থলে ৪০০ টাকায় উপরোক্ত পণ্য নিয়ে ঘরে ফেরেন মানুষগুলো। তিনি নিজস্ব তহবিল থেকে মোট ৯৮ হাজার টাকা প্রদান করেন।