সরকার অনুমোদিত টিসিবির পণ্য সামগ্রী বর্তমানে ডিলারের মাধ্যমে নির্ধারিত ফ্যামিলি কার্ডধারী ব্যক্তিদের পণ্য সরবরাহ করার কথা থাকলেও এই সকল পণ্য ফ্যামিলি কার্ডধারীরা ঠিকভাবে পাচ্ছে না। বিভিন্ন স্থানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাথে ডিলাররা হাত মিলিয়ে পণ্য সামগ্রী কার্ডধারী ব্যক্তিদের না দিয়ে তারা বিভিন্ন স্থানে বিক্রয় করে দেন এতে করে কার্ডধারী ব্যক্তিগণ পণ্য সামগ্রী না পেয়ে ফিরে যাচ্ছেন।
অথচ এই সকল পণ্য টিসিবির ডিলার ধারীদের কাছে নির্ধারিত ফ্যামিলি কার্ডধারী প্রত্যেকের জন্য পণ্য সরবরাহ করে থাকেন। তারা কি সঠিকভাবে পাচ্ছেন কিনা না তদারকি করা হচ্ছে না হয়ে থাকলেও নানা ধরনের কারচুপি করে ঐসকল পণ্য কার্ডধারী ব্যক্তিদের দেওয়া হচ্ছে না। এতে করে বঞ্চিত হচ্ছে কার্ডধারী ব্যক্তিগণ।
তাই টিসিবির পণ্য এলাকাভিক্তিক ডিলারধারীদের দোকানে রেখে কার্ডধারী ব্যক্তি যখনই যাবেন তখন কার্ড দেখিয়ে তার পণ্য তাকে দিতে বাধ্য করা হোক এতে করে সকল কার্ডধারী ব্যক্তি তাদের পণ্য সামগ্রী ঠিকভাবে পাবেন। এব্যাপারে টিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ সাহেদ
বাকলিয়া, চট্টগ্রাম।