টিসিবির পণ্য মজুদ করে বিক্রি, কক্সবাজারে লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রি করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় এই অভিযান চালানো হয়। র‌্যাব১৫’র সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কক্সবাজারে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত স্বল্প মূল্যের পণ্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় আসছে। এই তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সহায়তায় র‌্যাব১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মেসার্স তানভীর এন্টারপ্রাইজ থেকে টিসিবির সিলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরবর্তীতে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য মজুদকারী আজিজুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ছিনতাই চক্রের প্রধান সালমান শাহ গ্রেপ্তার