টিসিবির পণ্য বিক্রি আবার শুরু

কমানো হয়েছে ট্রাক ও পণ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

ঈদের বন্ধের পর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবার খোলা ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে। তবে এই লকডাউনে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির পণ্যের চাহিদা বেশি হলেও অর্ধেকের চেয়েও কমিয়ে দিয়েছে ট্রাকের সংখ্যা এবং পণ্যের পরিমাণ। আগে যেখানে প্রতিদিন ২২টি ট্রাকে করে পণ্য বিক্রি হতো। গতকাল থেকে মাত্র ৮ টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। পণ্যের পরিমাণও আগের চেয়ে অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে।
এই ব্যাপারে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ আজাদীকে জানান, ঈদের পর ২৬ জুলাই (গতকাল) থেকে আবার খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে ট্রাকের সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি। এখন ৮টি ট্রাকে করে পণ্য বিক্রি হচ্ছে। আস্তে আস্তে আরো বাড়বে। এখন প্রতি ট্রাকে ৭শ কেজি চিনি, ২৫০ কেজি মসুর ডাল ও ৮শ লিটার সয়াবিন তেল।
টিসিবির প্রতিটি ট্রাকে থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১শ টাকায় কিনতে পারবেন। এসব পণ্যের খুচরা বাজার মূল্য হচ্ছে চিনি প্রতি কেজি ৬৮ টাকা, মসুর ডাল প্রতি কেজি প্রতি কেজি ৮০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১৪৫ টাকা। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে ২ কেজি চিনি, ১ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন বলে টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে জরুরি সেবা, পোশাক কারখানা ও ব্যাংক খাত এবং কাঁচাবাজার ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনে স্বস্তিতে নেই নিত্যপণ্যের বাজারও। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। এই দুই শ্রেণীর মানুষ চরম বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার সারাদেশের টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির পরিকল্পিত লকডাউনটা কি
পরবর্তী নিবন্ধদুই ডোজ টিকার সুরক্ষাও ভেদ করতে সক্ষম ডেল্টা