টিসিবির পণ্য কক্সবাজারের খুচরা বাজারে, জরিমানা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৭:২০ অপরাহ্ণ

কক্সবাজারে অবৈধভাবে টিসিবির বোতলজাত সয়াবিন তেল মজুদ ও পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৬ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ শহরে বাহারছড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, সোমবার সকাল বাহারছড়া বাজারে অভিযান চালান। এ সময় আল্লাহ দান স্টোরে টিসিবির সয়াবিন তেল মজুদ পাওয়া যায়।

টিসিবিরর বোতলজাত সয়াবিন তেল মজুদ রেখেছিলেন সৈয়দ নামে বিক্রেতা। এ কারণে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৪ বোতল সয়াবিন তেল জব্দ করেন।

তাৎক্ষণিকভাবে এই ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান বলে জানান সহকারী পরিচালক হাসান আল মারুফ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য অনেকেই পাচ্ছেন না। কিন্তু ঠিকই কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলসহ টিসিবিভুক্ত পণ্য কম দামে সংগ্রহ করে বেশি মুনাফায় ভোক্তাদের কাছে কৌশলে সরবরাহ করছে।

উল্লেখ্য, গত বছরের ৩১ জানুয়ারি রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় হালিম ম্যানশন নামে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে কক্সবাজারে অসাধু ব্যবসায়ীর গোডাউনে মজুত করা টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছিল র‌্যাব-১৫।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নাশকতা মামলায় আ.লীগ কর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি-জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪