নগরীর ৪১ ওয়ার্ডে কার্ডধারী ক্রেতাদের মাঝে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ৪১ ওয়ার্ডে ডিলাররা ট্রাকে করে ওয়ার্ড কাউন্সিলরদের তালিকাভুক্ত জনগণের মাঝে টিসিবির চিনি, ডাল, সয়াবিন ও পেঁয়াজ বিক্রি করছেন। গত শনিবার থেকে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন চট্টগ্রামের টিসিবি অফিস।
টিসিবি ডিলার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদ বলেন, আমরা ওয়ার্ড পর্যায়ে প্রতিদিন ৫শ’ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করছি। একজন ক্রেতা ৫৫ টাকায় ১ কেজি চিনি, ৬৫ টাকায় ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১১০ টাকা দামে একজন ক্রেতা ২ লিটার সয়াবিন তেল ও ২০ টাকা দামে ২ থেকে ৩ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। টিসিবি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিদিন একজন ডিলারকে ৫০০ কেজি চিনি, ১ টন ডাল, ১ হাজার লিটার তেল ও ৫০০ থেকে ১ হাজার কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে। এই কার্যক্রম আগামী ৩১ নভেম্বর পর্যন্ত চলবে।
তবে আগের মতো সর্বস্তরের জনগণ এবার টিসিবির পণ্য পাচ্ছেন না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা যাদেরকে কার্ড দিয়েছেন-শুধু মাত্র তারাই ডিলারের কাছে কার্ড দেখিয়ে এসব পণ্য নিতে পারবেন। এতে করে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন।