টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপণ্য বিক্রি আজ সোমবার থেকে আবার শুরু হচ্ছে। ২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পুরো নগরীতে ন্যায্যমূল্যোর সরকারি পণ্যসমূহ বিক্রি করা হবে। এবার নিত্যপণ্যসমূহের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল।
করোনার এই দুঃসময়ে টিসিবির এসব পণ্য বাজার মূল্য থেকে প্রতি কেজিতে ১৩ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে। প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় ক্রয় করতে পারবেন। একজন ক্রেতা ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ১ লিটার থেকে ৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল ক্রয় করতে পারবেন বলে টিসিবি চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ আজাদীকে বলেন, প্রতিদিন নগরীর ২০টি গুরুত্বপূর্ণ স্পটে ২০টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এছাড়া তিন পার্বত্য জেলা এবং কঙবাজারের জন্য ২৩টি ট্রাক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহত্তর চট্টগ্রামে মোট ৪৩টি ট্রাকে করে ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ন্যায্যমূল্যের পণ্যসমূহ বিক্রি করা হবে। ঈদের ছুটিতে কয়েক দিন বন্ধ থাকবে। একজন ডিলারকে প্রতিদিন ৭শ কেজি চিনি, ৫শ কেজি ডাল এবং ১ হাজার লিটার সয়াবিন তেল বিক্রির জন্য দেওয়া হবে বলে জানান তিনি।
খুচরা বাজার মূল্য থেকে টিসিবির এসব নিত্যপণ্যের দাম কম হওয়ায় টিসিবির ট্রাকগুলোর সামনে নগরীর নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষও ভিড় করেন।