টিসিবির ডাল তেল মুদির দোকানে, জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন পুরাতন পোর্ট কলোনি বাজারে মুদির দোকানে পাওয়া গেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডালের বস্তা ও ভোজ্যতেল। এসব ডাল-তেল বিক্রির অপরাধে গতকাল সোমবার সকালে বাজারের জামাল স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। এসময় ওই দোকান থেকে টিসিবির ৫০ লিটার সয়াবিন তেল ও প্রায় ৩৮ কিলোগ্রাম মশুর ডাল জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পুরাতন পোর্ট কলোনি বাজারের গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ ঘষামাজা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বাজারের মিরাজ স্টোরকে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় আবদুল আজিজ পোল্ট্রিকে ৪ হাজার টাকা, সুফিয়ান পোল্ট্রিকে ৪ হাজার টাকা, নূর হোসেন পোল্ট্রিকে ৪ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ২ হাজার টাকা এবং বেশি দামে আলু বিক্রি করায় আল ফাওরিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় দেড়শ পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধবহির্নোঙরে অলস বসে থাকা জাহাজে অগ্নিকাণ্ড