টিসিবির ট্রাক সেলের বদলে স্থায়ী দোকান: বাণিজ্য প্রতিমন্ত্রী

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

সরকারি প্রতিষ্ঠান টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য ট্রাকের বদলে স্থায়ী দোকান গড়ার কথা চিন্তা করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক আয়োজনে তিনি এই পরিকল্পনার কথা জানান। খবর বিডিনিউজের।

সচিবালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর উদ্যোগে এই সংলাপে সরকারে পাঁচ মাস দায়িত্ব পালন কালে তার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। দ্রব্যমূল্য বাড়লে যারা শহরের নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জন্য কষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের একটা কর্মসূচি নিয়েছেন। সেটাকে কীভাবে আরও গতিশীল করা যায় সেজন্য আমরা কাজ করছি। ট্রাক সেলের মাধ্যমে শুরু হলেও এখন স্থায়ী দোকানে এটা চালু করার চেষ্টা করছি, যাতে মানুষ অফিস করে বাড়ি যাওয়ার সময় পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারে। টিসিবির ৮ হাজার পরিবেশককে স্থায়ী অবকাঠামোতে নিয়ে আসার চেষ্টা করছি। ট্যারিফ কমিশনকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।’ টিসিবি এতদিন দেশের ভেতর থেকে পণ্য কিনে বিক্রি করত জানিয়ে প্রতিমন্ত্রী জানান, তারা এখন নিজেরাই আমদানি শুরু করেছেন। আমাদের যেসব টুলস আছে সেটা হচ্ছে টিসিবির মাধ্যমে আমদানি করে বাজারে প্রভাব ফেলতে পারি। এতদিন এটা করা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা সীমিত আকারে শুরু করা হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়া স্বত্বেও আমরা রোজার সময় নাসিক (ভারতের একটি বাজার) থেকে পেঁয়াজ আমদানি করতে পেরেছিলাম।’ কয়েকটি নিত্যপণ্য যেন ভারত থেকে নিয়মিত আমদানির জন্য সরকার দেশটির সঙ্গে পৃথক একটি চুক্তি করতে যাচ্ছে বলেও জানান টিটু। বলেন, ‘মিয়ানমারের সঙ্গে নৌপরিবহন যোগাযোগ এবং বাণিজ্য নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে রেখেছি।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর শেখেরখীলে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধস্মার্টফোন নিয়ন্ত্রণে কি পড়াশোনা ভালো হয়?