লামা উপজেলার আজিজনগরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বোঝাই ট্রাক থেকে ২ হাজার ২৮৬ লিটার সয়াবিন তেল লুট হওয়ার ঘটনায় লামা থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার টিসিবি’র পণ্য পরিবহনে নিয়োজিত ঠিকাদার মো. মাহবুব উদ্দিন চৌধুরী ট্রাকের চালক মুছাসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ট্রাকসহ চালক মুছাকে (৩২) আটক করেছে। আটক মুছা কর্ণফুলী থানার জলধা বাহাদুর খাঁর বাড়ির মৃত আবুল কালামের পুত্র। সোমবার আজিজনগরে টিসিবির ট্রাক থেকে তেল লুটের ঘটনা ঘটে। ট্রাকের চালক জানিয়েছিলেন দুর্বৃত্তরা তার হাত, পা ও মুখ বেঁধে এসব তেল নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করেন।
লামা থানায় প্রদত্ত অভিযোগে মো. মাহবুব উদ্দিন চৌধুরী জানান, তিনি টিসিবি আঞ্চলিক কার্যালয় সংরক্ষণ শাখা ও ঢাকার একজন নিয়মিত পরিবহন ঠিকাদার। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় তিনি টিসিবির মালামাল প্রেরণ করেন। গত রোববার দুপুর আড়াইটায় ৪ হাজার কেজি চিনি, ৮ হাজার কেজি মশুর ঢাল এবং ৮ হাজার লিটার সয়াবিন তেল চট্টগ্রাম ফ্রি-পোর্ট টিসিবি ভবন থেকে ট্রাক যোগে চালক মুছার মাধ্যমে লামা উপজেলার আজিজনগর এলএসডি গুদামে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন সোমবার রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে চালক মুছা তার অজ্ঞাত নামা ৭/৮ জন সহযোগিসহ পরস্পর যোগসাজসে ট্রাক থেকে ২ হাজার ২৮৬ লিটার সয়াবিন তেল চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ৫ লাখ ২ হাজার ৯২০ টাকা।
আজিজনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদুল করিম জানান, টিসিবির মালামাল এসেছে এই কথা চালকসহ অন্য কেউই আমাকে জানায়নি। পণ্য বোঝাই ট্রাক আমার গুদামের বাউন্ডারিতেও আসেনি। পরবর্তীতে ট্রাক থেকে মাল ডাকাতি হয়েছে তা শুনতে পেয়েছি। সোমবার রাতে লামা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যদের উপস্থিতিতে অবশিষ্ট মালামাল বুঝে নিয়েছি।
লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চালক মুছাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।