টিসিবির ট্রাকে দীর্ঘ লাইন

বাজার মূল্য থেকে কেজি প্রতি ১৩/৪৫ টাকা কম নিম্নআয়ের মানুষের পাশাপাশি লাইনে মধ্যবিত্তরাও

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৫১ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে জরুরি সেবা, পোশাক কারখানা, ব্যাংক খাত ও কাঁচা বাজার ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনে স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষের পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোও। এই দুই শ্রেণির মানুষ এখন চরম বিপাকে। এমন পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার গতকাল থেকে সারাদেশে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে।
চট্টগ্রাম মহানগরীতে গতকাল সকাল থেকে টিসিবি ২০টি ট্রাকে করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে। টিসিবির এসব পণ্য বাজার মূল্য থেকে প্রতি কেজিতে ১৩ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। যার কারনে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের আগ্রহ বেড়ে গেছে। গতকাল নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন।
একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় ক্রয় করতে পারছেন। এসব পণ্যের খুচরা বাজার মূল্য হচ্ছে চিনি-প্রতি কেজি ৬৮ টাকা, মসুর ডাল প্রতি কেজি প্রতি কেজি ৮০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১৪৫ টাকা।
একজন ক্রেতা ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ১ লিটার থেকে ৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল ক্রয় করতে পারবেন বলে টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ আজাদীকে জানান, লকডাউনে সাধারণ মানুষের কথা বিবেচনা করে নগরীর ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০টি ট্রাকে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে। গ্রাহকদের চাহিদার কথা বিচেনা করে আমরা ডিলারদের প্রতিটি পণ্য বাড়িয়ে দিয়েছি। একজন ডিলারকে প্রতিদিন ৭শ’ কেজি চিনি, ৫শ’ কেজি ডাল এবং ১ হাজার লিটার সয়াবিন তেল বিক্রির জন্য দিচ্ছি। নগরীর পাশাপাশি উপজেলা এবং জেলা পর্যায়েও(কঙবাজার এবং তিন পার্বত্য জেলা) ২৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। ২৯ জুলাই পর্যন্ত ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করা হবে। ঈদের ছুটিতে কয়েকদিন বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅলি-গলিতে জটলা চা দোকানে আড্ডা
পরবর্তী নিবন্ধঈদে বিধিনিষেধ থাকবে নাকি ছুটি বাড়বে?