চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠানরত সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ। সকাল ৭.৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে গাজী টেলিভিশন মুখোমুখি হবে চ্যানেল ২৪ এর। দ্বিতীয় সেমিফাইনালে বৈশাখী টেলিভিশনের প্রতিপক্ষ সময় টেলিভিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে। এদিকে ‘এ’ গ্রুপে গাজী টিভি ১-০ গোলে বৈশাখী টিভিকে এবং ‘বি’ গ্রুপে সময় টিভি ১-০ গোলে চ্যানেল ২৪ কে হারিয়ে স্ব স্ব গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গাজী টিভির সুবল বড়ুয়া পেনাল্টি থেকে ও সময় টিভির কমল দে গোল করেন। এদিকে পরাজিত হলেও ‘এ’ গ্রুপ থেকে বৈশাখী টিভি ও ‘বি’ গ্রুপ থেকে চ্যানেল ২৪ রানার আপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে। উল্লেখ্য ১ম রাউন্ডের খেলা শেষে চ্যানেল ২৪ ও মাছরাঙা টিভির পয়েন্ট, গোল গড় ও হেড টু হেড সমান হয়ে যায়। তখন বেশি হলুদ কার্ড পাওয়ার কারনে বাদ পরে যায় মাছরাঙা টিভি। গতকালের ২টি খেলায় গাজী টিভির অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু ও সময় টিভির কমল দে সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাদের পুরস্কৃত করেন যথাক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও আব্দুস সালাম মাসুম ।
এসময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী আকবর ও টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশ বাবু, ম্যান অব দ্য ম্যাচের এডজুডিকেডর সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।