টিসিজেএ’র মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ১৬তম দিনে ৫টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্যারম,দাবা,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন। মঙ্গলবার টিসিজেএ কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ব্যবসস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন। টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক মো. আলমগীর,সদস্য নয়ন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন টিসিজেএ যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন,নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ,অমিত দাস, সদস্য সৈয়দ আসাদুজ্জামান লিমন, সেলিম উল্ল্যাহ, পারভেজুর রহমান, সাখাওয়াত হোসেন টিপু,জেরম গোমেজ রনি, নাজিম উদ্দিন, মো. নাজিম,মো. মনছুর, তারা চরন দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া প্রিমিয়ার লিগে রিজেন্সী ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআইপিএল থেকে ভারতীয় বোর্ডের আয় সাড়ে চার হাজার কোটি টাকা