টিসিজেএ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ১২:৩২ পূর্বাহ্ণ

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে টিসিজেএ সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন।

এসময়ে টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু।

আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজেএ সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ঘরের সেপটিক ট্যাংকে মিলল গৃহকর্তার লাশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা