টিলা কেটে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে দেড় মাসের কারাদণ্ড

সাতকানিয়া

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে টিলা কেটে স্থাপনা নির্মাণ করায় এক ব্যক্তিকে দেড় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো. শফি (২৫)। গতকাল শুক্রবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হরিনতোয়া এলাকায় এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

উপজেলা প্রশাসন সূত্র মতে, সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিনতোয়া এলাকায় মো. ইউনুসের পুত্র মো. শফি কিছুদিন আগে টিলা কেটে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম ইতোপূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং টিলা কেটে স্থাপনা নির্মাণে একাধিকবার নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত মো. শফি সরকারি নির্দেশনা অমান্য করে টিলা কেটে নির্মাণ কাজ চালায়। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম শুক্রবার সকালে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে টিলা কেটে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রাখার অপরাধে মো. শফিকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, টিলা কেটে স্থাপনা নির্মাণের বিষয়ে খবর পেয়ে ইতোপূর্বে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিই। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যায়। এজন্য তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, পাহাড়, টিলা ও আবাদি জমির টপসয়েল কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই নুর উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতে দেড় মাসের কারাদণ্ড প্রাপ্ত মো. শফিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদেশেই ঝুলে আছে চবি অধিভুক্ত ৯ কলেজ
পরবর্তী নিবন্ধহকার, ভিক্ষুকের উৎপাতে অতিষ্ঠ পর্যটক