চান্দগাঁও’য়ে চসিকের স্পোর্টস জোন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৫:০৪ অপরাহ্ণ

নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

শনিবার (১৫ জুন) রাতে উদ্বোধন হওয়া প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩৫ দশমিক ২২ কাঠা জায়গায় নির্মিত এ আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে থাকছে ছোট পরিসরে ফুটবল খেলার একটা টার্ফ, বেডমিন্টন কোট, সর্ব সাধারণের চলাচলের জন্য থাকবে একটি প্রশস্ত ওয়াকওয়ে। খেলোয়ারদের জন্য থাকবে ড্রেসিং রুম এবং ওয়াশ ব্লক। আছে শিশুদের খেলাধুলার জন্য চাইল্ড জোন। পড়ন্ত বিকালে সময় কাটানোর জন্য তৈরি করা হচ্ছে একটি নান্দনিক মুক্তমঞ্চ৷ পানি নিস্কাশনে তৈরি করা হচ্ছে পর্যাপ্ত ড্রেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক গড়তে চাই আমি৷ এখানে কসাইখানা হওয়ার কথা ছিল৷ পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় যোগাযোগ করে আমি এখানে কসাইখানা না করে স্পোর্টস জোন করে দিয়েছি যাতে শিশুরা খেলতে পারে৷ এ জায়গায় বাণিজ্যিক স্থাপনা করলে অনেক রাজস্ব আসত৷ কিন্তু শিশুদের কথা ভেবে এখানে খেলার জায়গা করে দিলাম৷ সংস্কৃতি চর্চার জন্য মুক্তমঞ্চ করে দিলাম৷

অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, শিশুদের জন্য এ অনন্য উদ্যোগের জন্য মেয়র মহোদয়কে এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জানাচ্ছি৷ মেয়র মহোদয় এবং আমি শপথ নিয়েছি চট্টগ্রামের উন্নয়নে একযোগে কাজ করব৷ পিছিয়ে থাকা মোহরা-চান্দগাঁও’র উন্নয়নের মাধ্যমে উন্নয়নের এ ধারা ছড়িয়ে যাবে পুরো নগরীতে৷

কাউন্সিলর কাউন্সিলর এসরারুল হক এসরালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশ নেন৷

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গঙ্গাপূজা করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৮ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার