খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যপ্রাণী বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে মানিকছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
এ সময় একটি পাহাড়ি ময়না, একটি বন মোরগ ও দুইটি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মানিকছড়ি ডিসি পার্কে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী বিক্রির অভিযোগে মো. হাসিব ও মো. রফিক মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী জানান, বাজারে অবাধে বন্যপ্রাণী বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী বিক্রেতাদের জরিমানা করা হয়েছে। পরে বন্যপ্রাণীগুলো মানিকছড়ি ডিসি পার্কে অবমুক্ত করা হয়।