মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। গত বুধবার সফরকারীদের কাছে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ। আগামীকাল ১৬ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই দলের মনোবলে ঘাটতি দেখা দেওয়াটা স্বাভাবিক। আর সে মনোবল বাড়াতে গতকাল বৃহষ্পতিবার সকালে টিম হোটেলে হাজির হন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সকালে দলের সঙ্গে একসাথে নাস্তা করেছেন তিনি। দলের মনোবল বাড়াতে অনুপ্রেরণা মূলক কথা বলেছেন। এছাড়া মালদ্বীপ দলের সঙ্গেও দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। সিরিজের প্রথম ম্যাচে তিনি স্টেডিয়ামে ছিলেন। খেলা উপভোগ করেছেন। গতকাল সকালেই টিম হোটেলে গেছেন। তিনি চেষ্টা করছেন কিভাবে ফুটবলারদের মনোবল চাঙ্গা করা যায়। তিনি খেলোয়াড়দের সাথে কথা বলেছেন। আলোচনা করেছেন। পরামর্শ দিয়েছেন। সাহস যুগিয়েছেন। যাতে পরের ম্যাচটা তারা জিততে পারে। বিগত সময় বাফুফে সভাপতির জাতীয় দলের টিম হোটেলে ঝটিকা সফরে সাধারণ সম্পাদক, ফেডারেশনের আরও ২–৩ জন কর্মকর্তা থাকতেন। তবে নতুন সভাপতি একাই ছিলেন গতকালের এই সফরে। প্রায় ঘণ্টা খানেক তিনি ফুটবলারদের সাথে কাটিয়েছেন।